31.2 C
Bangladesh
Thursday, September 18, 2025
Homeআন্তর্জাতিকথাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ১ বছরের কারাদণ্ড

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ১ বছরের কারাদণ্ড

Date:

spot_imgspot_img

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে। ২০২৩ সালের একটি হাসপাতালের একটি কক্ষে বেআইনিভাবে কারাদণ্ড ভোগ করার দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছে।

বেশ কয়েক বছর নির্বাসনে থাকার পর, ২০২৩ সালের আগস্ট মাসে দেশে ফিরে এলে ৭৬ বছর বয়সী থাকসিনকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য আট বছরের কারাদণ্ড দেয়া হয়। কিন্তু তিনি কখনো কারাগারের কক্ষে রাত কাটাননি।

ওই সময়ে থাকসিনকে একটি বেসরকারি হাসপাতালের কক্ষে নিয়ে যাওয়া হয়। এছাড়াও রাজকীয় ক্ষমার মাধ্যমে তার সাজা কমিয়ে এক বছর করা হয়ছিল। এরপর বয়স্ক বন্দীদের জন্য একটি আগাম মুক্তি প্রকল্পে তাকে মুক্তি দেয়া হয়।

একজন বিচারক রায়টি পড়ে শোনান। তিনি বলেন, ‘তাকে হাসপাতালে পাঠানো আইনসম্মত ছিল না। আসামি জানেন, তার অসুস্থতা গুরুতর নয় আর তাই তার হাসপাতালে থাকাকে কারাদণ্ড হিসেবে গণ্য করা যেতে পারে না।’

আদালত থাকসিনকে এক বছরের কারাদণ্ড ভোগ করতে ব্যাংকক রিমান্ড কারাগারে নিয়ে যাওয়ার জন্য পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে।

সূত্র : বাসস

Related News

চার দাবিতে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল

অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে...

উচ্চকক্ষ হোক জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও চিন্তাশীল গণতন্ত্রের একটি দৃঢ় স্তম্ভ।

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে,...

রাকসুর মঞ্চে নতুন ইতিহাস

দীর্ঘ ৩৫ বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...