31.2 C
Bangladesh
Thursday, September 18, 2025
Homeলাইফ স্টাইলবিনোদনহাজার কোটি বাজেটে প্রিয়াঙ্কা-মহেশ বাবুর নতুন ছবি

হাজার কোটি বাজেটে প্রিয়াঙ্কা-মহেশ বাবুর নতুন ছবি

Date:

spot_imgspot_img

‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর মতো ব্লকবাস্টার সিনেমার সফল পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী ছবিত ‘এসএসএমবি ২৯’ প্রথমবারের মতো জুটি বাঁধছেন দক্ষিণ ভারতের সুপারস্টার মহেশ বাবু ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। 

শোনা যাচ্ছে, ছবিটির বাজেট ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। যা নিয়ে দর্শকদের মাঝে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। 

ইতোমধ্যেই ছবির মহরৎ সম্পন্ন হয়েছে। সম্প্রতি কেনিয়ায় সিনেমার একটি বড় অংশের শুটিং শেষ হয়েছে। আফ্রিকার জনপ্রিয় লোকেশন যেমন—মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে।

শুটিংয়ের মাঝে পরিচালক এস এস রাজামৌলি দেখা করেন কেনিয়ার প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদীর সঙ্গে। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির টিমের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেন এবং জানান, ছবিটি ১২০টি দেশে মুক্তি পাবে।

এদিকে কেনিয়ার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিনেমার বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১১৮৮ কোটি টাকা। এশিয়ার সিনেমার ইতিহাসে এটিই হতে যাচ্ছে অন্যতম বড় বাজেটের ছবি।

গত এপ্রিল মাসে শুরু হওয়া শুটিংয়ে আফ্রিকার মনোরম লোকেশন যেমন মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে। 

শোনা যাচ্ছে, ‘এসএসএমবি ২৯’ দুটি পর্বে মুক্তি পাবে। তবে এ বিষয়ে নির্মাতারা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

প্রিয়াঙ্কা চোপড়া ও মহেশ বাবুর জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

কেকে/ এমএস

Related News

চার দাবিতে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল

অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে...

উচ্চকক্ষ হোক জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও চিন্তাশীল গণতন্ত্রের একটি দৃঢ় স্তম্ভ।

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে,...

রাকসুর মঞ্চে নতুন ইতিহাস

দীর্ঘ ৩৫ বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...