31.2 C
Bangladesh
Thursday, September 18, 2025
Homeআন্তর্জাতিকইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

Date:

spot_imgspot_img

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে কায়রোতে হওয়া চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র আল হাদাথকে বলেন, ‘আমরা ইরানের কাছ থেকে কাজ দেখতে চাই, শুধু প্রতিশ্রুতি নয়।’

তিনি জোর দিয়ে উল্লেখ করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে এবং সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। এর আগে পর্যন্ত ওয়াশিংটন ইরানকে দায়বদ্ধ করে যাবে।

এদিকে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ২০১৫ সালের পারমাণবিক চুক্তির ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার আওতায় জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞা পুনর্বহারের চাপ বাড়িয়েছে। তারা জানিয়েছে, নিষেধাজ্ঞা স্থগিতের শর্ত হবে আইএইএ-এর সাথে ইরানের পূর্ণ সহযোগিতা এবং নতুন পরিদর্শন শুরু।

তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় অচলাবস্থা রয়ে গেছে। ইরান এখনো ৬০ শতাংশ সমৃদ্ধ করা ৪০০ কেজিরও বেশি ইউরেনিয়াম মজুত রেখেছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে আরো জটিল করেছে।

Related News

চার দাবিতে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল

অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে...

উচ্চকক্ষ হোক জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও চিন্তাশীল গণতন্ত্রের একটি দৃঢ় স্তম্ভ।

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে,...

রাকসুর মঞ্চে নতুন ইতিহাস

দীর্ঘ ৩৫ বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...