31.2 C
Bangladesh
Thursday, September 18, 2025
Homeলাইফ স্টাইলবিনোদনজোরপূর্বক দেহব্যবসার অভিযোগে অভিনেত্রী আনুশকা গ্রেফতার

জোরপূর্বক দেহব্যবসার অভিযোগে অভিনেত্রী আনুশকা গ্রেফতার

Date:

spot_imgspot_img

ভারতীয় বাংলা সিনেমার জগতে নেমেছে আলোচনার ঝড়। নবাগত অভিনেত্রীদের দিয়ে জোরপূর্বক দেহব্যবসা চালানোর অভিযোগে অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের থানে জেলা থেকে তাকে আটক করা হয়।

পুলিশি অভিযান
পুলিশ জানায়, গোপন সূত্রে তথ্য পেয়ে দুজন ছদ্মবেশী গ্রাহককে পাঠানো হয় আনুশকার সঙ্গে যোগাযোগ করতে। বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি তাদের মুম্বাই-আহমেদাবাদ হাইওয়ের কাছিমীরা এলাকার একটি শপিংমলে দেখা করতে বলেন। এরপর নির্ধারিত স্থানে টাকা লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়েন আনুশকা।

মীরা-ভায়ান্দার, বাসাই-ভিরার পুলিশের সহকারী কমিশনার মদন বল্লাল জানান, অভিযানে আরও দুজন নারীকে উদ্ধার করা হয়েছে। তারা টিভি সিরিয়াল ও বাংলা সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তাদের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে এবং শারীরিক ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।

আইনি পদক্ষেপ
ঘটনার পর আনুশকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩(৩) ধারায় মানব পাচারের মামলা করা হয়েছে। পাশাপাশি অনৈতিক দেহব্যবসা প্রতিরোধ আইনের ধারা যুক্ত করা হয়েছে।

আনুশকার পরিচয়
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে মডেল, অভিনেত্রী, বলিউড নৃত্যশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিতেন আনুশকা, যিনি ‘মুন দাস’ নামেও পরিচিত। তিনি এর আগে সানি সিং, মিকা সিং ও উদিত নারায়ণের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন। বাংলা ভাষার ‘লোফার’ সিনেমায় অভিনয় করার পাশাপাশি নামকরা অভিনেতা প্রসেনজিতের সঙ্গেও তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে।

পুলিশ বলছে, এই অপরাধচক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related News

চার দাবিতে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল

অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে...

উচ্চকক্ষ হোক জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও চিন্তাশীল গণতন্ত্রের একটি দৃঢ় স্তম্ভ।

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে,...

রাকসুর মঞ্চে নতুন ইতিহাস

দীর্ঘ ৩৫ বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...