নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার প্রভাকরদী এলাকায় সোমবার রাত ৮টার দিকে আয়নাল নামে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে। সে ওই এলাকার মাহির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে একটি অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে ডাকাতির চেষ্টা করছিল আয়নাল। এ সময় এলাকাবাসী তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।