31.2 C
Bangladesh
Thursday, September 18, 2025
Homeআন্তর্জাতিকনেপালে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত বেড়ে ১৯

নেপালে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত বেড়ে ১৯

Date:

spot_imgspot_img

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের বিরুদ্ধে চলমান বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নিয়েছে। এখন পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৮ সেপ্টেম্বর) কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র জানান, দুঃখজনকভাবে ১৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া প্রায় ১০০ জন আহত ও চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে পুলিশ সদস্যও আছেন।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করেছে। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সহিংসতা আরও ব্যাপক আকার ধারণ করেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ও আহতদের মধ্যে অনেকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

বিক্ষোভকারীরা পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশ জলকামান, টিয়ার গ্যাস এবং গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, এতে বহু বিক্ষোভকারী আহত হন।

নেপালের তরুণরা মূলত সরকারের দুর্নীতি এবং ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম—যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট রয়েছে—নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমেছে।

সংঘর্ষের পর কাঠমান্ডু জেলা প্রশাসন শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে। এ বিক্ষোভ দেশের অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়েছে। সূত্র: এএফপি, কাঠমান্ডু পোস্ট

এসআর

Related News

চার দাবিতে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল

অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে...

উচ্চকক্ষ হোক জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও চিন্তাশীল গণতন্ত্রের একটি দৃঢ় স্তম্ভ।

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে,...

রাকসুর মঞ্চে নতুন ইতিহাস

দীর্ঘ ৩৫ বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...