32.2 C
Bangladesh
Thursday, September 18, 2025
Homeবাণিজ্যঅর্থনীতিবিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস, ছুঁলো ৩৬০০ ডলারের মাইলফলক

বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস, ছুঁলো ৩৬০০ ডলারের মাইলফলক

Date:

spot_imgspot_img

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে ৩ হাজার ৬০০ ডলারে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬১২ দশমিক ২০ ডলারে, যা দিনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৬১৬ দশমিক ৬৪ ডলারে।

আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচার অপরিবর্তিত থেকে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৬৫৩ দশমিক ১০ ডলারে।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির প্রবৃদ্ধি কমে যাওয়ায় এবং বেকারত্ব বেড়ে গেছে। এতে বিনিয়োগকারীরা মনে করছেন, ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাবে। সেই প্রত্যাশার ফলেই মূল্যবান এই ধাতুর বাজারে দেখা দিয়েছে বড় উত্থান।

সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেন, ‘সুদের হার কমার জোরালো প্রত্যাশাই স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে বৈশ্বিক ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ কেনাও বড় ভূমিকা রাখছে।’

ইউবিএসেরর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘আগামী বছরের মাঝামাঝি সময়ে আউন্সপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ৭০০ ডলারে উঠতে পারে।’

অন্যদিকে, বিশ্ববাজারে রূপার দাম বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪১ দশমিক ০৮ ডলারে। প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৩৯৪ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৪ দশমিক ২৪ ডলারে।

Related News

চার দাবিতে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল

অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে...

উচ্চকক্ষ হোক জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও চিন্তাশীল গণতন্ত্রের একটি দৃঢ় স্তম্ভ।

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে,...

রাকসুর মঞ্চে নতুন ইতিহাস

দীর্ঘ ৩৫ বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...