31.2 C
Bangladesh
Thursday, September 18, 2025
Homeআন্তর্জাতিকইসরায়েলের হামলায় গাজায় নিহত ৬৩ হাজার ছাড়াল

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৬৩ হাজার ছাড়াল

Date:

spot_imgspot_img

ইসরায়েল অক্টোবর ২০২৩ থেকে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর এখন পর্যন্ত গাজা উপত্যকায় কমপক্ষে ৬৩ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজন অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন। খবর আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৯টি মরদেহ স্থানীয় হাসপাতালগুলোতে আনা হয়েছে এবং আরো ২২৪ জন আহত হয়েছেন।

এর ফলে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৪৯০ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনো অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেগুলোতে পৌঁছাতে পারছে না।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরো ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১৮২ জন আহত হয়েছেন। মে ২৭ থেকে এ পর্যন্ত শুধু ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২০৩ জনে এবং আহতের সংখ্যা ১৬ হাজার ২২৮ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরো পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত অনাহার ও দুর্ভিক্ষে প্রাণহানি দাঁড়িয়েছে ৩২২ জনে। তাদের মধ্যে ১২১ জনই শিশু।

Related News

চার দাবিতে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল

অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে...

উচ্চকক্ষ হোক জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও চিন্তাশীল গণতন্ত্রের একটি দৃঢ় স্তম্ভ।

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে,...

রাকসুর মঞ্চে নতুন ইতিহাস

দীর্ঘ ৩৫ বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...