28.6 C
Bangladesh
Thursday, September 18, 2025
Homeনির্বাচনগত ৩ নির্বাচনে যারা অপরাধ করেছে, তাদের শাস্তি হওয়া উচিত: বদিউল আলম

গত ৩ নির্বাচনে যারা অপরাধ করেছে, তাদের শাস্তি হওয়া উচিত: বদিউল আলম

Date:

spot_imgspot_img

গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে যারা অপরাধ করেছে, তাদের শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি আরও বলেন, ‘এসময়ে সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকদের ভূমিকা’ শীর্ষক ছায়া সংসদে (বিতর্ক) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের অংশীজনদের মধ্যে সরকারের ‍গুরুত্ব তুলে ধরে বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) পর ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে সরকার। সরকার যদি সহায়তা না করে, তাহলে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।’

নবগঠিত নির্বাচন কমিশনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘বৃক্ষের পরিচয় তার ফলেই। তবে বর্তমান ইসির জন্য বড় কোনও চ্যালেঞ্জ নেই। কারণ গতবারের মতো এবার ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনও চাপ নেই। তবে সংস্কারের (নির্বাচনি ব্যবস্থায়) জন্য অবশ্যই সময় দিতে হবে।’

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচন সম্পর্কে অনেক গণমাধ্যম প্রকৃত তথ্য দেয়নি। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু গত তিনটি নির্বাচনে কিছু গণমাধ্যম ইচ্ছাকৃত সত্য কথা বলেনি। আবার কেউ কেউ সত্য গোপন করতে বাধ্য হয়েছে।’

Related News

চার দাবিতে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল

অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে...

উচ্চকক্ষ হোক জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও চিন্তাশীল গণতন্ত্রের একটি দৃঢ় স্তম্ভ।

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে,...

রাকসুর মঞ্চে নতুন ইতিহাস

দীর্ঘ ৩৫ বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...